কোর্স পরবর্তী সেবা

কোর্স পরবর্তী সেবা প্রদানঃ

নলেজ গেট আইটি ইন্সটিটিউট
স্টুডেন্ট পলিসি

১. উপস্থিতি:
২. সম্মান প্রদর্শন ও সহযোগিতা:
৩. সম্পদের মার্জিত ব্যবহার:
৪. হোমওয়ার্ক/গাইড লাইন:
৫. আচরণবিধি:
৬. ইন্সটলমেন্ট পলিসি:
৭. জরুরি পরিস্থিতি:
৮. যোগাযোগ:
৯. প্রশিক্ষণের মান বজায় রাখা:

উপরোক্ত নীতিমালাগুলো শিক্ষার্থীদের জন্য একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদারী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। আমরা প্রত্যাশা করি যে, শিক্ষার্থীরা এই নীতিমালা অনুসরণ করে তাদের শিক্ষাজীবনকে সফল ও ফলপ্রসূ করে তুলবেন।

রিফান্ড পলিসি

নলেজ গেট আইটি ইন্সটিটিউটে ভর্তি হওয়ার পর যদি কোন শিক্ষার্থী স্বেচ্ছায় ক্লাসে অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠান কোন ধরনের টাকা রিফান্ড দেবে না। আমরা প্রত্যাশা করি যে, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার আগে কোর্সের সকল দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তবে, যদি কোন শিক্ষার্থী নিয়মিতভাবে এবং সঠিক গাইডলাইন অনুসরণ করে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করেন এবং কোর্স শেষ করার পর মনে করেন যে, উক্ত কোর্স সম্পন্ন করে তিনি তেমন কিছুই শিখতে সক্ষম হননি, তাহলে তিনি প্রতিষ্ঠানের কাছে টাকা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে সম্পন্ন করা হবে:

লিখিত আবেদন:

রিফান্ড নেওয়ার ক্ষেত্রে যে সকল শর্ত প্রযোজ্যঃ

এই নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সঠিক সেবা প্রদান করা এবং আমাদের কোর্সের মান বজায় রাখা। আশা করি আপনারা আমাদের এই নীতিমালা বুঝবেন এবং সম্মান করবেন