সংশ্লিষ্ট কোর্সে এনরোল করতে হলে, প্রথমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করুন এবং আপনার আসন নিশ্চিত করুন। এরপর আপনাকে স্বশরীরে নলেজগেট আইটি ইন্সটিটিউটে এসে কোর্সের সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।
আমাদের ঠিকানা
লেভেল ৩, পালবাড়ি ভাষ্কর্যের মোড়, পালবাড়ি, সদর, যশোর।
হট-লাইন নম্বরঃ ০১৩৩২-৭৬৭১০১, ০১৭৭৮-৮৮১৮৩২
প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভর্তি ইচ্ছুক কোর্সের সম্পূর্ণ ফি।
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধনের ১ কপি ফটোকপি।
- এস.এস.সি. সার্টিফিকেটের ১ কপি ফটোকপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- যে মোবাইল নম্বর থেকে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয়েছে, সেই মোবাইল নম্বর বা বিকাশ Trx ID নম্বর।
পেমেন্টের করার পর আপনার আসন নিশ্চিত করা হবে।